মানি লন্ডারিং মামলায় যুক্তরাষ্ট্রে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তাঁর ভাই অনন্ত কুমার সিনহার তিনটি ব্যাংক হিসাব ও একটি বাড়ি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আবেদন করা হয়েছে।
দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি প্রথম আলোকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তাঁর ভাই অনন্ত কুমার সিনহার ব্যাংক হিসাব জব্দ ও বাড়ি ক্রোকের আবেদন বিষয়ে শুনানি শেষ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। আদালত আদেশের জন্য রেখেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে তিনতলা একটি বাড়ি কেনার অভিযোগে গত বছরের ৩১ মার্চ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে ‘অবৈধভাবে’ অর্থ উপার্জন করে হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশে ছোট ভাই অনন্ত কুমার সিনহার কাছে তা পাচার করেছেন। এই অর্থ দিয়ে নিউ জার্সির জ্যাপার স্ট্রিটের বাড়িটি কিনেছেন। অনন্ত কুমার সিনহা যুক্তরাষ্ট্রে দন্তচিকিৎসক হিসেবে কর্মরত। তিনি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮৭ হাজার ৫০ মার্কিন ডলার ঋণ নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে সেখানে একটি বাড়ি কেনেন।
পরে অনন্ত কুমার ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার নগদ অর্থ পরিশোধ করে আরেকটি বাড়ি কেনেন। অনন্ত কুমার সিনহার নামে নিউ জার্সির প্যাটারসনের ভ্যালি ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৪৬৮ ডলার জমা হয়। এই অর্থ ইন্দোনেশিয়া ও কানাডা হয়ে একটি গ্রুপের মাধ্যমে সেখানে জমা হয়েছে। ওই বাড়ি কেনার জন্য অনন্ত কুমার ১ লাখ ৫৭ হাজার ৯০ ডলারের নগদ চেক সংগ্রহ করতে বড় ভাই এস কে সিনহাকে নিয়ে ভ্যালি ন্যাশনাল ব্যাংকে আসেন। ওই সময় এস কে সিনহা ব্যাংক কর্তৃপক্ষকে জানান, আমেরিকার প্যাটারসন এলাকায় বাড়ি কেনার জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, প্রকৃতপক্ষে এস কে সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে অবৈধভাবে টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেন এবং ছোট ভাইয়ের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করেন। সে টাকা দিয়েই ১৭৯ জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২–তে বাড়ি কেনেন।
এর আগে ২০২১ সালের ৯ নভেম্বর ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের দায়ে দুদকের এক মামলায় এস কে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০২১ সালের ৭ অক্টোবর ঢাকার উত্তরায় বেআইনিভাবে প্লট বরাদ্দ নিয়ে সেখানে নয়তলা ভবন করার অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক।