বাংলাদেশে প্রথম মোমো আর পিৎজার সংযোজন নিয়ে এল পিৎজা হাট

মোমো খাবেন, নাকি পিৎজা—যাঁরা এই সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাঁদের জন্য পিৎজা হাট বাংলাদেশ নিয়ে এল জনপ্রিয় দুটি খাবারের সংযোজনে ‘মোমো পিৎজা’। বাংলাদেশি গ্রাহকদের স্বাদকে পরিপূর্ণভাবে তৃপ্ত করার জন্য পিৎজা হাটের বিশেষ আকর্ষণ প্যান পিৎজা তৈরি করা হয়েছে স্পাইসি শেজওয়ান সস এবং স্ট্রিট স্টাইলের মোমো দিয়ে। প্রতিটি পিৎজার স্লাইসে রয়েছে একটি মুখরোচক মোমো।

মোমো পিৎজার পাশাপাশি প্রথমবারের মতো পিৎজা হাট বাংলাদেশে যুক্ত হয়েছে বেকড চিজ মোমো। এই সুস্বাদু মোমোগুলো স্পাইসি শেজওয়ান সস, ক্রিমি মেয়োনেজ ও মোজারেলা চিজ দিয়ে বেক করা হয়ে থাকে। বেকড চিজ মোমোর দাম শুরু ৩৭৯ টাকা থেকে এবং মোমো পিৎজার দাম শুরু ৭৯৯ টাকা থেকে। পিৎজা হাটের প্রতিটি শাখা ছাড়াও এগুলো পাওয়া যাবে তাদের সব চ্যানেলের (ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার ও ডেলিভারি) মাধ্যমে।

পিৎজা হাটের এই নতুন দুটি সংযোজন নিয়ে আত্মবিশ্বাসী ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা। আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি তিনি আশা করেন, মোমো পিৎজা ও বেকড চিজ মোমো বাংলাদেশি গ্রাহকদের ভোজন রসনায় এক নতুন মাত্রা যোগ করবে।