শুভ সকাল। আজ ৯ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও মতামত।
দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে দুই দিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও গণনা নিয়ে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ভোট গণনা করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। বিস্তারিত পড়ুন...
কোনো ভবন ব্যবহার করার আগে রাজউকের কাছ থেকে অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ নেওয়া বাধ্যতামূলক। এর কারণ, রাজউকের অনুমোদন নিয়ে নির্মাণের পরও একটি ভবন ব্যবহারবিধি সঠিকভাবে না মানলে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বেইলি রোডে আগুনে প্রাণহানি ঘটা ভবনটির অকুপেন্সি সার্টিফিকেট ছিল না। ভবনটিতে রেস্তোরাঁসহ অন্যান্য দোকান চালুর অনুমতিও ছিল না। অভিযোগ উঠেছে, ওই ভবনে সবই চলছিল রাজউকসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের ‘খুশি’ (অনৈতিক সুবিধা দিয়ে) রেখে। বিস্তারিত পড়ুন...
জন্ম থেকেই দুই চোখে দেখতে পান না ফারহিম আঞ্জুম সোহানা। তবে নিজের মেধা ও যোগ্যতায় এখন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী তিনি। বিস্তারিত পড়ুন...
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ব্যয়বহুল-জমকালো প্রাক্-বিয়ের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই ব্যবসায়ী পরিবারের ধনদৌলত নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। শুধু ধনদৌলত নয়, পড়াশোনার দিক দিয়েও আম্বানি পরিবারের সদস্যরা অগ্রগামী। তাঁরা প্রত্যেকে উচ্চশিক্ষিত। পড়েছেন খ্যাতনাম সব বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত পড়ুন...
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘আপনি যেমন বললেন, আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি।’ এ ম্যাচে অবশ্য লঙ্কান দলে ফিরছেন তাদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাথুরুসিংহে অবশ্য তারকা লেগ স্পিনারের ফেরা নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘ওয়ানিন্দু হাসারাঙ্গা আমাদের জন্য অন্যদের মতোই একজন ক্রিকেটার।’
বিস্তারিত পড়ুন...