পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

কুতুবদিয়া

সাগরে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত সাগরে তল্লাশি চালিয়ে আত্মীয়স্বজনেরা তাদের লাশ উদ্ধার করেন।

নিহত তিন শিশু হলো উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামের বাদশাহ মিয়ার ছেলে মোহাম্মদ আশেক (১২), একই এলাকার আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও মোহাম্মদ হাসেমের ছেলে মোহাম্মদ জাওয়াদ (৬)। আশেক ও আলিম স্থানীয় বায়তুশ শরফ হাফেজখানার ও জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এর আগে গতকাল বেলা তিনটার দিকে বড়ঘোপ বাজারের পশ্চিমে সমুদ্রসৈকতে ফুটবল খেলতে গিয়েছিল তিনজন। খেলার এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

নিহত মোহাম্মদ জাওয়াদের চাচা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আশেক ও আলিমের লাশ গতকাল পাওয়া গেলেও আজ দুপুরের দিকে জাওয়াদের লাশ ভেসে আসে।