চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া দুটি বাঘ শাবক
চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া দুটি বাঘ শাবক

চট্টগ্রামে রাজ–পরীর ঘরে দুই নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের আরও দুটি শাবকের জন্ম হয়েছে। বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘরে ৯ এপ্রিল জন্ম নেওয়া বাঘ শাবক দুটি মেয়ে। আজ বুধবার তাদের লিঙ্গ নির্ধারণ করা হয়।
চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে রাজ ও পরীকে আনা হয়েছিল। চিড়িয়াখানার বাঘের বংশবৃদ্ধি মূলত তাদের মাধ্যমেই শুরু। পরী ৯ এপ্রিল নতুন আরও তিনটি শাবক প্রসব করে। এর মধ্যে একটা ছিল মৃত। বাকি দুটিকে এত দিন খাঁচায় কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আজ তাদের লিঙ্গ নির্ধারণের পর মায়ের সঙ্গে রাখা হয়েছে।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহদাত হোসেন বলেন, এক জোড়া বাঘ থেকে বাড়তে বাড়তে এখন মোট ১৯টি বাঘ হলো চিড়িয়াখানায়। এর বাইরে আরও দুটি বাঘ ঢাকা চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হয়েছে গত বছর। বিনিময়ে সেখান থেকে দুটি জলহস্তী আনা হয়েছিল।

চিড়িয়াখানা সূত্র জানায়, রাজ–পরী ও তাদের সন্তানদের মাধ্যমে বাঘের বংশবৃদ্ধি চলছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি চিড়িয়াখানার রাজ–পরীর সন্তান জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে তিনটি শাবকের জন্ম হয়েছিল। এখন ১৯টি বাঘের মধ্যে ১৩টি মেয়ে ও ৬টি পুরুষ। এর মধ্যে পাঁচটি সাদা বাঘ রয়েছে।
১৯৮৯ সালে যাত্রা করা চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৭০ প্রজাতির ৫২০টি পশু–পাখি রয়েছে।