চট্টগ্রাম আওয়ামী লীগ

মনোনয়নপত্র জমার আগে নাছির-মহিবুল বৈঠক

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে দেখা করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ দুপুরে
সংগৃহীত

মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন আগে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই দুই নেতা একান্তে বৈঠকও করেছেন।

পরে উপস্থিত নগর কমিটির নেতাদের সঙ্গেও আলাপ-আলোচনা করেন তাঁরা। সেখানে তাঁদের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয় বলে জানায় দলীয় সূত্র। নেতা-কর্মীদের নিয়ে দুপুরের খাবারও খেয়েছেন একসঙ্গে। এই আসনে মনোনয়ন চেয়েছিলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির।

আজ বুধবার দুপুরে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় আ জ ম নাছির উদ্দীনের ব্যবসায়িক কার্যালয়ে যান চট্টগ্রাম-৯ আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসা দুটি ধারার দুই পক্ষের নেতৃত্বে আছেন এই দুজন। আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বিরোধ ছিল মহিবুল হাসানের পিতা সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে। তাঁর মৃত্যুর পরেও রাজনৈতিক বিরোধ থেমে যায়নি।

বৈঠকে উপস্থিত থাকা দুই ব্যক্তি জানান, চট্টগ্রাম নগরের চারটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে দেখা করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ দুপুরে

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলের দুই শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন মহিবুল হাসান চৌধুরী। নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সংসদ সদস্য মহিবুলের মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক। আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে দেখা করার পর বিকেলে সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন মহিবুল হাসান চৌধুরী।

সংসদ সদস্য মহিবুল হাসানের ব্যক্তিগত সহকারী রাহুল দাশ প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নগর কমিটির দুই শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।