এক দিনের মাথায় সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন চুক্তি ভিত্তিতে সচিব হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিব। আজ রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ। গতকাল শনিবার তাঁদের দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর জনপ্রশাসনে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে নতুন সচিব দেওয়া হয়েছিল। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়াও পদ–পদায়ন বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে।