আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে করা মামলায় পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির এ আদেশ দেন।
পাঁচ আসামি হলেন নগরের ভিআইপি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি চৌধুরী, সুজন বিশ্বাস, সুভাষ মুহুরী, সদীপ দে ও সুশীল দে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ইসকন নিয়ে কটূক্তি করে আসামিরা ফেসবুকে একাধিক গ্রুপে পোস্ট দেন। এ ঘটনায় গত বছরের ২৩ আগস্ট ইসকনের পক্ষে নন্দনকানন রাধামাধব ও গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক তারননিত্যানন্দ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের জন্য পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা চলতি বছরের ২৫ এপ্রিল পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আজ আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।