গ্রীষ্মের তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রাত্যহিক জীবনে স্বস্তি পেতে বেড়েছে এসি, রেফ্রিজারেটর, ফ্যান, কুলার ইত্যাদির ব্যবহার। ফলে হুহু করে বাড়ছে বিদ্যুতের বিলও। কিন্তু বাজারের অন্যান্য রেফ্রিজারেটরের তুলনায় মিনিস্টার দিচ্ছে ৬৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়–সুবিধা।
গরমের সময় তাজা খাবার সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করার জন্য রেফ্রিজারেটর বা ফ্রিজ গৃহস্থালির একটি অপরিহার্য সরঞ্জাম। আর বর্তমান সময়ে সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে মিনিস্টার ফ্রিজ। গুণে-মানে অতুলনীয় এবং দামে সাশ্রয়ী হওয়ায় গ্রাহকেরা মিনিস্টারের পণ্য কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ক্রেতাদের কাছে মিনিস্টার রেফ্রিজারেটর কেন এত জনপ্রিয়? চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
আধুনিক ও নান্দনিক ডিজাইনের মিনিস্টার রেফ্রিজারেটরের খুব সহজেই রান্নাঘর বা ডাইনিং স্পেসকে করে তোলে আকর্ষণীয়। গ্রাহকদের পছন্দ অনুযায়ী ক্ল্যাসিক স্টেইনলেস স্টিল, গ্লাসডোর এবং বোল্ড স্টেটমেন্ট উভয় ধরনের পরিমার্জিত ডিজাইন তৈরি করে মিনিস্টার ইলেকট্রনিকস। মিনিস্টার রেফ্রিজারেটরের এজ-লেস ডিজাইনগুলো নজর কাড়বে সবারই।
এ ছাড়া মিনিস্টার রেফ্রিজারেটরের রয়েছে উন্নতমানের কুলিং সিস্টেম। অত্যাধুনিক কম্প্রেসর ও সেন্সর খাবারের অপচয় রোধ করে এবং স্বাদ সংরক্ষণে সহায়তা করে। পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচ ৬৬ শতাংশ পর্যন্ত হ্রাস করতে সহায়তা করে।
দেশের বাজারে প্রায় শতাধিক মডেলের মিনিস্টার ফ্রিজ ও ফ্রিজার পাওয়া যায়। যা গ্রাহকদের চাহিদা ও পছন্দকে কেন্দ্র করে ডিজাইন করা হয়েছে, রাখা হয়েছে সাশ্রয়ী দাম। বাজারে মিনিস্টার রেফ্রিজারেটরের বর্তমান দাম ২৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৪৪ হাজার টাকা পর্যন্ত।
মিনিস্টারই প্রথম রেফ্রিজারেটরের ক্ষেত্রে দিচ্ছে ১২ বছরের গ্যারান্টি। দেশের সব জেলায় দুই শতাধিক নিজস্ব শোরুম এবং এক হাজারের বেশি ডিলার ফ্র্যাঞ্চাইজি শোরুম রয়েছে মিনিস্টারের। ইলেকট্রনিক পণ্য বিক্রিতে বাজারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমানে মিনিস্টার শীর্ষস্থানীয়।
গ্রাহকদের কথা চিন্তা করে বছরজুড়েই নানা আকর্ষণীয় অফার দিয়ে থাকে মিনিস্টার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিনিস্টার নিয়ে এসেছে ‘ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফার। অফারটির আওতায় মিনিস্টারের ফ্রিজ কিনলেই পেয়ে যেতে পারেন গরু। একটি ফ্রিজ কিনলে আরেকটি ফ্রি, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব উপহার।
সর্বশেষ সব অফার সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা যোগাযোগ করুন ০৯৬০৬৭০০৭০০ হটলাইন নম্বরে।