উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কোনো কোনো সংসদীয় এলাকা বৈষম্যের শিকার হচ্ছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা।
পটুয়াখালী-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এই বৈষম্য থেকে আমার নির্বাচনী এলাকা মুক্তি পাবে, এই প্রার্থনা করি। না হলে জানতে চাই, কীভাবে ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়ে কীভাবে তদবির করতে হয়। এই তদবির করার জন্য কোনো ইনস্টিটিউট (প্রতিষ্ঠান) খুলতে হবে। সেখানে গিয়ে আমরা তদবির শিখব এবং তদবির করে কাজ নেব।’
আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এস এম শাহজাদা এসব কথা বলেন। তাঁর এ বক্তব্যের সময় টেবিল চাপড়ে সংসদ সদস্যদের অনেকে সমর্থন জানান।
স্পিকারের উদ্দেশে এস এম শাহজাদা বলেন, ‘আমরা সংসদে কথা বলি। আমাকে সাত মিনিট সময় দিয়েছেন। এ জন্য লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। আমরা কথা বলি, কথাগুলোর বাস্তবায়ন হওয়ার প্রয়োজন। তা না হলে শুধু কথা বলব, এলাকার লোকজন ফেসবুকে দেখবেন…। আমরা যে কথাগুলো বলি, এটার যদি প্রয়োজনীয়তা থাকে, তাহলে তা বাস্তবায়ন হওয়া দরকার। বাস্তবায়নে আমরা মন্ত্রণালয়ে ডিও দিই। সংসদে কথা বলি। এ ছাড়া তো বাকি কোনো জায়গা নেই।’