চিড়িয়াখানায় মারা গেল সিংহী ‘নোভা’

অসুস্থ সিংহী নোভার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী নোভা আজ শনিবার সকালে মারা গেছে। বার্ধক্যের কারণে সিংহীটি মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেন বলেন, এক বছর ধরে সিংহীটি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিল। গত ২৬ সেপ্টেম্বর থেকে সিংহটি খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। আজ সকাল সাড়ে আটটায় নোভা মারা যায়। প্রায় ১৮ বছর ৪ মাস বয়সে মারা যায় সিংহীটি। বর্তমানে চিড়িয়াখানায় আরও এক জোড়া সিংহ রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে এই সিংহ দুটি আনা হয় এ বছর।

সিংহ সাধারণত ১৫ থেকে ১৮ বছর বাঁচে। আড়াই থেকে তিন বছর বয়সেই তারা প্রজননক্ষম হয়। ১২ বছর পর তাদের প্রজননক্ষমতা আর থাকে না।

২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-লক্ষ্মী সিংহ-সিংহী জুটির পরিবারে জন্ম নিয়েছিল দুটি সিংহী। তাদের নাম রাখা হয় ‘বর্ষা’ও ‘নোভা’। তাদের জন্মের কিছুদিন পর ‘লক্ষ্মী’ মারা যায়। আর ২০০৮ সালে মারা যায় ‘রাজ’।

২০১৬ সালে রংপুর চিড়িয়াখানা থেকে বাদশাহকে এনে নোভার সঙ্গে ‘বিয়ে’ দেওয়া হয়েছিল। বিনিময়ে নোভার বোন ‘বর্ষাকে’ পাঠানো হয়েছিল রংপুরে। তখন থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় একসঙ্গে ছিল বাদশাহ-নোভা জুটি।

দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৬ সালে এক জোড়া বাঘ আনা হয়েছিল। বংশবৃদ্ধি করে এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর মধ্যে ৫টি রয়েছে সাদা বাঘ।

১৯৮৯ সালে বন্দরনগরীর ফয়’স লেক এলাকায় ছয় একর জায়গা নিয়ে গড়ে ওঠে চট্টগ্রাম চিড়িয়াখানা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই চিড়িয়াখানায় বর্তমানে বাঘ, সিংহ, হরিণ, কুমির, ভালুকসহ প্রায় ৭০ প্রজাতির পাঁচ শতাধিক পশুপাখি রয়েছে।