এইডস দিবসে স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ থেকে ফেরার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ফাইল ছবি

এইডস প্রতিরোধে বিদেশ থেকে ফেরার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে দেশের এইডস পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনায় মন্ত্রী বলেন, দেশ থেকে বিদেশে শ্রমিক যাওয়ার সময় তাঁদের এইচআইভি টেস্ট করা হয়। কিন্তু তাঁরা যখন দেশে ফেরেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না।

এক বছরে দেশে এইডসে ২৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন এইচআইভি সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৪৭ জন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে বলা হয়, দেশে এ পর্যন্ত ৯ হাজার ৭০৮ জন এইচআইভি ভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৮২০ জন।

এইচআইভি ভাইরাসে নতুন সংক্রমণের যে তথ্য দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, পুরুষ সমকামী, পুরুষ যৌনকর্মী, শিরায় মাদক গ্রহণকারী ও বিদেশফেরত প্রবাসী শ্রমিকদের মধ্যে সংক্রমণের হার বেশি।

বিশ্ব এইডস দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সমতা দূর করি। এইডসমুক্ত বিশ্ব গড়ি’।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রাজেন্দ্র গোহরা বলেন, সারা বিশ্বে সংক্রমণ কমে আসছে। বাংলাদেশের জন্য ভালো খবর হচ্ছে, এ দেশে সংক্রমণ শূন্য দশমিক শূন্য ১ শতাংশের নিচে আছে। তবে আরও অনেক কিছু করার আছে বলেন তিনি।