ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর রিট করা হয়। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোমিন আলী আবেদনকারী হয়ে এই রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী তাহসিনা তাসনিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এসব অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর এলাকার বিভিন্ন সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। সড়কে এসব ব্যাটারিচালিত রিকশা চলাচলের ফলে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে এবং সড়কগুলো চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়ছে। অবৈধ বিদ্যুৎ–সংযোগের মাধ্যমে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ফলে বিদ্যুতেরও অপব্যবহার হচ্ছে। তিনি বলেন, এসব কারণে প্যাডেলচালিত রিকশা মালিকদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক রিটটি করেন। এর আগে ব্যাটারিচালিত রিকশাচালকদের পক্ষে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি-ইঞ্জিনচালিত রিকশা চলাচলের জন্য রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স দিতে অনুমতির নির্দেশনা চেয়ে পৃথক রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে রিট খারিজ করে ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্ট রায় দেন। সিটি করপোরেশনের এ ধরনের যান্ত্রিক বাহনের রেজিস্ট্রেশন বা লাইসেন্স বা চলাচলের অনুমতি দেওয়ার এখতিয়ার নেই বলে রিট খারিজ করে দেওয়া ওই রায় পর্যবেক্ষণে এসেছে।
আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী বলেন, বিদ্যমান আইনে ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা লাইসেন্স বা চলাচলের অনুমতি দেওয়ার সুযোগ নেই। কাজেই এ ধরনের ব্যাটারিচালিত রিকশা আইনবহির্ভূতভাবেই চলছে।