প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং একই আইনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার নেতারা। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে নেতারা ভিন্নমত ও সরকারের সমালোচনা বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের সমালোচনা করে অবিলম্বে এ আইন বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ আইনে সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও মধ্যরাতে সাংবাদিক শামসুজ্জামানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে বলা হয়, ভিন্নমত দমনে সরকারের নিপীড়ন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম আঘাত।
বিবৃতিদাতারা হলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম, সদস্যসচিব ডা. খুরশিদ জামিল, অধ্যাপক জসিম উদ্দিন, সাংবাদিক মো. শাহনেওয়াজ, অধ্যাপক নছরুল কাদের, প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ডা. তমিজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।