জানমালের পাশাপাশি পরিবেশের সুরক্ষা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ: অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

পর্যটকদের প্রতি অংশীজনদের আচরণ নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান বলেছেন, ট্যুরিস্ট পুলিশ গাজীপুরসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের জানমালের পাশাপাশি পরিবেশের সুরক্ষা দিয়ে যাচ্ছে। পর্যটন জেলা গাজীপুরের স্পটগুলোর আরও উন্নয়ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘স্মার্ট গন্তব্যে পর্যটকদের প্রতি স্টেকহোল্ডারদের (অংশীজন) সমন্বিত আচরণগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার গাজীপুর সাফারি পার্ক ট্রাস্ট নিটওয়্যার লিমিটেডের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে ট্যুরিস্ট পুলিশ ট্রেনিং সেন্টার।

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ ষড়্‌ঋতুর দেশ। এখানে পর্যটকেরা শীতকাল থেকে বর্ষাকাল যেকোনো সময় ভ্রমণ করতে পারেন। সারা দেশে প্রতিদিন দেড়-দুই লাখ মানুষ ভ্রমণ করছেন। গাজীপুর জেলা একটি পর্যটন জেলা। এই জেলার পর্যটন বিকাশে সরকারের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসতে হবে।

গাজীপুরের পর্যটন স্পটগুলো কী ধরনের উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে কর্মশালায় মতবিনিময় করা হয়। আলোচনায় উঠে আসে বিভিন্ন অসুবিধা উত্তরণের মাধ্যমে ভ্রমণকে কীভাবে আরও সুন্দর করা যায়।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সবুজ, শিল্পে ভরপুর সমৃদ্ধ গাজীপুর। পর্যটনের বিকাশ ঘটাতে পর্যটনকে সুন্দরভাবে লালন করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় অংশ নিয়ে অংশীজনেরা তাঁদের বক্তব্যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিষয়বস্তু উপস্থাপন করেন ট্যুরিস্ট পুলিশের সুপার (ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন) ইয়াছমিন খাতুন। এতে সভাপতিত্ব করেন ঢাকা অঞ্চল ট্যুরিস্ট পুলিশের সুপার আশরাফুর রহমান। এতে অংশ নেন ট্যুরিস্ট পুলিশ প্রধান কার্যালয়ের উপমহাপরিদর্শক আবু কালাম সিদ্দিক, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান খলিল মিয়া, ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান ও ট্যুরিস্ট পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাসহ অংশীজনেরা।
কর্মশালা উদ্বোধন শেষে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় ও গাজীপুরে সাফারি পার্ক পরিদর্শন করেন।