সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে সিলেট জেলায় ২৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের ১৬তম আহ্বায়ক কমিটি।
গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সিলেট জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার এই কমিটিতে মদন মোহন কলেজের শিক্ষার্থী আকতার হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুরুল ইসলাম। এম সি কলেজের শিক্ষার্থী নাইম শেহজাদ মুখ্য সংগঠক। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মালেকা খাতুন সারা মুখপাত্র।
কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ১১ জনকে সংগঠক ও ২২৯ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে দেশের ১৫টি জেলা ও ৩টি মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলাগুলো হলো—কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর, কুড়িগ্রাম ও লালমনিরহাট। আর মহানগর তিনটি হলো কুমিল্লা, রংপুর ও বরিশাল। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।