পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে (এক ইউনিট থেকে) পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।
আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতারক চক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।