আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজার স্থানগুলোতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ উচ্চ সতর্কাবস্থায় থাকবে। এমনটি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
সোমবার শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভায় এ কথা বলেন আইজিপি।
পূজা-পূর্ব, পূজা উদ্যাপন ও পূজা পরবর্তী প্রতিমা বিসর্জন—এভাবে তিন স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ। এরই মধ্যে পূজার স্থানগুলোতে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে বলে জানান আইজিপি।
আইজিপি ময়নুল আরও বলেন, দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
পূজা উদ্যাপন কমিটির নেতাদের যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানান আইজিপি।
সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপের সময় তুলে ধরে আইজিপি বলেন, অপরাধীরা প্রায়শই গভীর রাতে বা ভোরের দিকে পূজার স্থানগুলো টার্গেট করে। তিনি পূজাস্থলে সিসিটিভি বা আইপি ক্যামেরা সচল রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা আয়োজকদের প্রতি আহ্বান জানান।
আইজিপি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত তা ধরে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদ্যাপিত হবে।
দুর্গাপূজার সময় সোয়াত, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান এবং বোম ডিসপোজার ইউনিটসহ ইউনিফর্ম ও সাদা পোশাকের পুলিশ প্রস্তুত থাকবে বলে জানান আইজিপি। এ ছাড়া উৎসবের নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের অন্যান্য ইউনিটে মনিটরিং সেল স্থাপন করা হবে।
উল্লেখ্য, দেশের ৩২ হাজার ৬৬৬টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।