চট্টগ্রামে কথা–কাটাকাটির সময় একজনের ইটের আঘাতে আরেকজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নগরের বাকলিয়া থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ইটের আঘাতে নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইউসুফ (৭৫)। তিনি নিরাপত্তা প্রহরী। পুলিশ বলছে, যে ব্যক্তির ইটের আঘাতে তিনি মারা গেছেন, সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর নাম সোহাগ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিরাপত্তা প্রহরী ইউসুফের সঙ্গে সোহাগের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফকে মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।