দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্যপ্রবাসীদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ কম। দেশের প্রবাসী–অধ্যুষিত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, চাঁদপুর, চট্টগ্রাম ও মানিকগঞ্জ জেলার কোনো যুক্তরাজ্যপ্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেননি।
বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটের জন্য কোনো প্রবাসী আবেদন করেছেন কি না বা করলে কতজন করেছেন, সে বিষয়ে জানতে চাইলে হাইকমিশনের প্রেসমিনিস্টার এক প্রেসনোটের মাধ্যমে এই প্রতিবেদককে জানান, যুক্তরাজ্য থেকে মাত্র একজন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিতে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাস থেকে সরাসরি ভোট দেওয়ার সুযোগ না থাকলেও বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য ডাকযোগে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রেখেছে।
নির্বাচন কমিশন গত বছরের নভেম্বর মাসে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোটার তালিকায় নাম আছে—এমন ব্যক্তিদের মধ্যে দেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকা ব্যক্তি, নিজের ভোটার এলাকার বাইরে অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালনে থাকা ব্যক্তি এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারেরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে ভোটারদের তাঁদের নিজ নিজ জেলার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় তথা ৩০ নভেম্বর পার হয়ে গেলেও প্রবাসী–অধ্যুষিত জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ওই সব জেলার কোনো যুক্তরাজ্যপ্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেননি।
সিলেট জেলার জেলা প্রশাসক শেখ রাসেল হাসান প্রথম আলোকে বলেন, ডাকযোগে পোস্টাল ব্যালটে ভোট দিতে কোনো যুক্তরাজ্যপ্রবাসীর আবেদন সিলেট জেলায় আসেনি। একই তথ্য জানান, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ময়মনসিংহ ও মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলার প্রধান রিটার্নিং কর্মকর্তারা।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ বলেন, তিনি জানেন না পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যায়। এখন যেহেতু জেনেছেন, তাই আগামীবার তিনি পোস্টাল ব্যালটে ডাকযোগে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান।
যুক্তরাজ্যপ্রবাসী তরুণ আবদুস সবুর বলেন, পোস্টাল ভোটের বিষয়ে জানলেও তিনি কোনো আবেদন করেননি।