দুর্ঘটনার কবলে পড়া মিনিবাস
দুর্ঘটনার কবলে পড়া মিনিবাস

পেছন থেকে বাসের ধাক্কা, পটিয়ায় সড়কে ঝরল পথচারীর প্রাণ

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল হামিদ (৬৫)। আজ রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন পথচারী আহত হয়েছেন।

আবদুল হামিদ উপজেলার কুসুমপুরা হরিণখাইন গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ কে ট্রাভেলস পরিবহনের একটি বাস শিক্ষাসফরের যাত্রী নিয়ে যাওয়ার সময় মনসা হাসপাতাল এলাকায় অপর একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষাসফরের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আবদুল হামিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।