ব্রিফিংয়ে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ৫ জানুয়ারি, রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে
ব্রিফিংয়ে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ৫ জানুয়ারি, রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে

মাগুরায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে: আইজিপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শুক্রবার দুপুরে নির্বাচনের নিরাপত্তাসংক্রান্ত ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে একটি গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন আইজিপি। মাগুরায় ছাত্রদলের একজন নেতাকে গ্রেপ্তারের পর সহিংসতা ও নাশকতার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। বিভিন্ন সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা দেখেছি, তারা একটা পরিকল্পনা করেছিল, বিকট আওয়াজ করে ককটেল চার্জ করে মানুষের মনে ভীতি সঞ্চার করবে। আমি আশা করি, এ ধরনের ভীতির সঞ্চার কেউ করতে পারবে না।’

ব্রিফিংয়ে আইজিপি বলেন, নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ নেওয়ার চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি অবস্থায় নাগরিকরা ৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারবেন বলে জানান আইজিপি।

দেশবাসী নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘হরতালকারী (হরতালের সমর্থক) খুব একটা পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। তারা যত পরিকল্পনাই করুক আমরা সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করতে চাই বাংলাদেশ পুলিশ, সব গোয়েন্দা সংস্থা, দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের প্রশাসন সবাই মিলে একটি সফল নির্বাচন সম্পন্ন করতে সমন্বয় করে কাজ করছে।’

নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার

নির্বাচনে নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।