বান্দরবানের লামা উপজেলায় ম্রো জাতিসত্তার মানুষদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। মানবাধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা ২০ সংগঠনের এ জোট পাহাড়িদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে শাস্তি দেওয়ার দাবি করেছে। আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় এই জোট।
লামা উপজেলার সরইয়ে গত রোববার রাতে রেংয়েন ম্রোপাড়ায় হামলা চালিয়ে লুটপাট, সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া যায়। শীতের রাতে হামলার সময় পাড়ার নারী-পুরুষ ও শিশুরা পালিয়ে রক্ষা পেলেও তাঁদের ঘরবাড়ি থেকে কাপড়চোপড় ও মালামাল হামলাকারীরা নিয়ে গেছেন। পাড়াবাসীর অভিযোগ, লামা রাবার ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি তাঁদের উচ্ছেদ করে জমি দখলের জন্য ট্রাকভর্তি লাঠিয়াল বাহিনী নিয়ে এসে হামলা ও লুটপাট চালিয়েছে।
এইচআরএফবির বিবৃতিতে বলা হয়, এসব অভিযোগের বিপরীতে কার্যকর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটে চলেছে এবং ম্রো সম্প্রদায়ের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিহত করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে দ্রুততার সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। ম্রো সম্প্রদায়ের নিরাপত্তাসহ তাঁদের মানবাধিকার সুরক্ষায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ জরুরি।