হাইকোর্ট
হাইকোর্ট

চিকিৎসার জন্য থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান কাদির মোল্লাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে নির্দেশ

থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ফিরে আগামী ৫ জানুয়ারির মধ্যে তাঁকে আদালতে হলফনামা দিতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে কাদির মোল্লা রিটটি করেন।

উল্লেখ্য, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন আবদুল কাদির মোল্লা। তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান। ব্যাংক খাতে আলোচিত গ্রাহকদের মধ্যে থার্মেক্স গ্রুপ একটি। এই গ্রুপের কারখানার বেশির ভাগই নরসিংদীতে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুল ইসলাম ভূইয়া ও আইনজীবী মো. মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

পরে আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসার জন্য কাদির মোল্লার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে কোনো কারণ ছাড়াই গত ১৭ নভেম্বর তাঁকে বিমানবন্দরে বাধা দেওয়া হয়। এ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে রিটটি করেন তিনি। সংবিধানের ৩৬ অনুচ্ছেদে অনুসারে চলাফেরার স্বাধীনতা নাগরিকের অধিকার। কাদির মোল্লার বিরুদ্ধে ফৌজদারি ও অর্থঋণের কোনো মামলা নেই। তাই তাঁকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়া আইনগতভাবে বৈধ হচ্ছে না। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে চিকিৎসার জন্য কাদির মোল্লাকে থাইল্যান্ড যাওয়ার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন। কাদির মোল্লার ১৫ ডিসেম্বর থাইল্যান্ডে যাওয়ার কথা এবং ২১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।’

জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, কিছু শর্ত সাপেক্ষে কাদির মোল্লাকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আর দেশে ফিরে রিট আবেদনকারীকে (কাদির মোল্লা) আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতে হলফনামা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।