দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের নিচে পড়ে মারা গেছেন। রাস্তায় থাকা এক কুকুরকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের কাটলা-ডাঙ্গাপাড়া পাকাসড়কে ডাঙ্গাপাড়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম মিজানুর রহমান (৩০)। তিনি ওই ইউনিয়নের খট্টা গ্রামের আইনুল ইসলামের ছেলে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিনুল হোসেন স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বিরামপুর শহরে যাচ্ছিলেন চালক মিজানুর রহমান। পথে হাকিমপুর ডাঙ্গাপাড়া বাজারের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মিজানুর ইজিবাইকের নিচে চাপা পড়েন। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমানের লাশ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। নিহত মিজানুরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।