পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে

বইয়ের মেলা প্রাণের মেলা

বইমেলায় লাগল বসন্তের রং

ফাগুন এসে রাঙিয়ে দিল অমর একুশের বইমেলা। গতকাল বুধবার সকাল থেকেই নবীন বসন্ত দিনের প্রাণচঞ্চলতা নিয়ে দ্বার খুলে ঘরের বাইরে এসেছিলেন নগরবাসী। বিশেষ করে তরুণ প্রজন্ম। বাসন্তী, লাল, ফুলেল নকশার শাড়ি, মৌসুমি ফুলের মালায় সুসজ্জিত হয়ে নারীরা এবং পুরুষেরা রঙিন পাঞ্জাবি পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কর্মজীবীরা বসন্তের রং ছড়িয়েছেন তাঁদের কর্মস্থলে। দিনের প্রথম ভাগে অনেকে দল বেঁধে অংশ নিয়েছেন নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত বসন্ত উৎসবে। আর দুপুরের পর থেকে শুরু হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার দিকে বিপুল জনস্রোত।

উপলক্ষ অনেক

বেড়ানো, আনন্দ, উৎসবের অনেক উপলক্ষ একসঙ্গে যেন একজোট হয়ে এসেছিল গতকাল। কুহেলিকার অবসান ঘটিয়ে প্রকৃতিতে এসেছে বসন্ত। একই দিনে ছিল ভালোবাসা দিবস। তরুণ–তরুণীদের জন্য পরস্পরের কাছে হৃদয়ে গোপনে সঞ্চিত প্রণয়ের কথা ব্যক্ত করার দিন ছিল গতকাল। ওদিকে আবার হিন্দু সম্প্রদায়ের ছিল বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর আরাধনার পর্ব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ উপলক্ষে বন্ধ থাকায় শিক্ষার্থীদের নিশ্চিন্তে ঘুরেফিরে বেড়ানোর সুযোগ হয়েছিল। এসব নানান উপলক্ষেই গতকাল মহানগরীর পরিবেশটাই ছিল উৎসবমুখর। এ কারণে বইমেলার পরিবেশও ছিল তারুণ্যদীপ্ত। সাধারণ ছুটির দিন না হলেও ছুটির দিনের মতোই ভিড় জমেছিল মেলার মাঠে।

নিঃসঙ্গ পিরামিড আনোয়ারা সৈয়দ হক প্রথমা প্রকাশন
তরুণ–তরুণীরা পরস্পরের হাত ধরাধরি করে হেঁটেছেন স্টলগুলোর সামনে দিয়ে। পছন্দের বই বাছাই করে কিনে উপহার দিয়েছেন একে অন্যকে।

বই উপহার দেওয়ার দিন

মেলায় জুটি বেঁধে আসা তরুণ–তরুণীরা পরস্পরের হাত ধরাধরি করে হেঁটেছেন স্টলগুলোর সামনে দিয়ে। পছন্দের বই বাছাই করে কিনে উপহার দিয়েছেন একে অন্যকে। এতে অন্য দিনের চেয়ে বিক্রির পরিমাণও বেড়েছে। বিদ্যাপ্রকাশের স্টলে কথা হচ্ছিল কথাশিল্পী মোহিত কামালের সঙ্গে। তিনি বললেন, বইমেলায় এই দিন ক্রমেই বই উপহার দেওয়ার দিন হিসেবে পরিচিতি পাচ্ছে। অনেক প্রেমিক–প্রেমিকা, তরুণ দম্পতি পরস্পরকে বই উপহার দিয়েছেন। সন্তানেরা মা–বাবাকে বই উপহার দিচ্ছে। এমনকি এক তরুণী তাঁর এই স্টল থেকে শাশুড়িকে উপহার দেওয়ার জন্যও বই কিনেছেন। এটাকে তিনি একটি খুবই ইতিবাচক প্রবণতা বলে উল্লেখ করে বললেন, বই উপহার দেওয়ার এই চর্চা অব্যাহত থাকলে তা পরিবারের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। মেলায় এবার এসেছে তাঁর নতুন উপন্যাস পরানচুল্লি। এ ছাড়া পয়লা ফাল্গুনে এসেছে চেনাবন্ধু অচেনা পথ উপন্যাসের পরিবর্ধিত সপ্তম সংস্করণ।

চৌদ্দ শতকের আজারবাইজানি কবিতা অ্যাডর্ন পাবলিকেশনস

বসন্তে বাঙালির জাগরণ

মেলার মাঠে বাসন্তী রঙের পাঞ্জাবি গায়ে দেখা গেল কবি রবীন্দ্র গোপকে। কাঁধের ঝোলায় তাঁর দুটি নতুন কাব্যগ্রন্থ। বিভাস থেকে এসেছে প্রেমের কবিতা ইলেক্ট্রার কান্না এবং ছাগলের হাসি ও একটি পাউরুটি। কবি বললেন, ‘বসন্ত কেবল প্রেমের ঋতুই নয়, আমাদের বাঙালির জীবনে জাগরণেরও ঋতু। এই বসন্তে আছে আমাদের মাতৃভাষার জন্য আত্মদানের মহৎ সংগ্রামের গৌরব। সেখান থেকে মহান মুক্তিযুদ্ধ। ফলে বাঙালির চেতনায় বসন্ত জাগরণের প্রতীক হয়ে আছে, থাকবে। আজ বইমেলার মাঠেও তরুণ প্রজন্মের মধ্যে সৃজন–মননের সেই জাগরণের স্পন্দন দেখা যাচ্ছে। এই চেতনাই জাতিকে চিরকাল এগিয়ে চলার সংগ্রামে প্রেরণা দেবে।’

বিক্রি বেড়েছে সন্ধ্যায়

বিক্রি নিয়ে প্রকাশকেরা সন্তুষ্ট। অনুপম প্রকাশনীর প্যাভিলিয়নে প্রকাশক মিলন নাথ বললেন, মেলায় এবার প্রথম থেকেই বেশ অনুকূল পরিবেশ। বিক্রি খারাপ নয়। গতকাল মেলার শুরুর দিকে বিক্রি তেমন হয়নি। পরিবার নিয়ে লোক এসেছে কম। তরুণ–তরুণীরাই বেশি। প্রথম দিকে তাঁরা ঘুরেফিরে বেড়ানো আর সেলফি তোলায় মগ্ন ছিলেন। বিকেল পাঁচটার দিক থেকে বিক্রি বাড়তে থাকে। তিনি বললেন, বিক্রির এই ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলেই তাঁরা আশা করছেন।

প্রজাপতি ও প্রজাপতি আখতার হুসেন জার্নিম্যান বুক্‌স

নতুন বই

গতকাল তথ্যকেন্দ্রের হিসাবে নতুন বই এসেছে ৯২টি। প্রথমার প্যাভিলিয়নে গতকাল উপন্যাসগুলোই বেশি বিক্রি হয়েছে। এর মধ্যে ছিল আনিসুল হকের কখনো আমার মাকে, আসিফ নজরুলের আমি আবু বকর, সুমন্ত আসলামের অর্ধেক তুমি অর্ধেক বনলতা সেন, জাভেদ হুসেনের মির্জা গালিবের সঙ্গে
দেখা
। নতুন এসেছে আনোয়ারা সৈয়দ হকের নিঃসঙ্গ পিরামিড

অন্য নতুন বইয়ের মধ্যে অ্যাডর্ন এনেছে মুহাম্মদ ওহীদুল আলম অনূদিত মরমী কবি ইমাদেদ্দিন নাসিমির চৌদ্দ শতকের আজারবাইজানি কবিতা, জার্নিম্যান এনেছে আখতার হুসেনের ছড়া প্রজাপতি ও প্রজাপতি, বাতিঘর এনেছে আলী রীয়াজের প্রবন্ধ ইতিহাসের দোলাচল, বেঙ্গল বুকস এনেছে আমিরুল আবেদিন অনূদিত নোবেলজয়ী আবদুলরাজাক গুরনাহর উপন্যাস আফটার লাইভস, ঐতিহ্য এনেছে দিলারা হাফিজকে লেখা কবি রফিক আজাদের একগুচ্ছ প্রেমের চিঠি কোমল আমার কোমল, কথাপ্রকাশ এনেছে কাজী সাজিদুল হকের খাদ্যবিষয়ক আনাগোনা খানাপিনা, অনুপম এনেছে ধ্রুব এষের পাঁচটি উপন্যাস