দেশের অন্যতম আবাসন ও ভবন নির্মাতা প্রতিষ্ঠান শান্তা হোল্ডিংস লিমিটেড ৫০০ ফুট উচ্চতার ‘ঢাকা টাওয়ার’–এর নির্মাণকাজ উদ্বোধন করেছে। গত শুক্রবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিয়োজিত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। ভবনটির নকশা করেছে নেদারল্যান্ডসের স্থাপত্য প্রতিষ্ঠান দ্য অফিস অব মেট্রোপলিটন আর্কিটেক্টস (ওএমএ)।
নির্মাণকাজ শেষ হলে ১৫ লাখ বর্গফুটের এই অফিস ভবনটি হবে দেশের অন্যতম সর্বোচ্চ ভবন। তেজগাঁওয়ে অবস্থিত হাতিরঝিলমুখী ঢাকা টাওয়ারের পার্কিংয়ে একসঙ্গে ৭২৪টি গাড়ি রাখা যাবে।
দর্শনার্থীরা এর ৫৪ ফুট উঁচু অভ্যর্থনা স্থানে প্রবেশ করলেই উপভোগ করবেন একটি বহুমাত্রিক প্রশস্ত পরিসর। এতে থাকবে ১৩০ ফুট উচ্চতার একটি প্রদর্শনী হল, এর ঠিক নিচেই অভিজাত রেস্তোরাঁ। এর সঙ্গে যুক্ত থাকবে জনসাধারণের জন্য উন্মুক্ত দুই ধাপের পর্যবেক্ষণ ডেক। যেখান থেকে ঢাকাকে দেখা যাবে নতুন রূপে।
টাওয়ারের নিচের পোডিয়াম অংশে থাকবে ব্যাংক, এটিএম, ফুডকোর্ট, ক্যাফে, বিপণিবিতান, শোরুমসহ নানা ধরনের সুযোগ-সুবিধা। ফায়ার সার্ভিসের জন্য আলাদা লিফটসহ দ্রুতগতির লিফট থাকবে মোট ২১টি।
আরও থাকবে সিঙ্গাপুরের ইগনেসিস কনসালটেন্টসের ডিজাইনকৃত অত্যাধুনিক অগ্নিনির্বাপক ও ধোঁয়া শনাক্তকরণব্যবস্থা, সমন্বিত ভবন ব্যবস্থাপনা, কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থাসহ নানাবিধ অত্যাধুনিক সুবিধা। ভবনের মূল স্থাপত্য কাঠামো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং বাইরের ফ্যাসাডগুলোর সুনিপুণ নকশা করেছে সিঙ্গাপুরের মাইনহার্ট গ্রুপ। ২০২৮ সালের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।