রাজধানীর হাজারীবাগে কিশোর শাহাদাত হোসেন (১৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে হাজারীবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মো. শুকুর আলী (২২), সিয়াম (২০) ও শাকিল হোসেন (২৩)। আজ শনিবার তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের মনেশ্বর গলির একটি বাসায় নিচতলায় ঢুকে পড়েন সিয়াম। তিনি একটি সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার সময় তা সিসিটিভি ক্যামেরাতে দেখেন ওই বাসার মালিক। তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে সিয়ামকে ধরতে এগিয়ে যায় এলাকার কিশোর শাহাদাত ও তার কয়েকজন বন্ধু।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, শাহাদাত ও তার বন্ধুদের দেখে সাইকেল ফেলে চাঁনপুর মসজিদের গলির মো. শুকুর আলীর বাসায় ঢুকে যান সিয়াম। পরে শাহাদাত ওই বাসায় ঢুকলে তাকে জাপটে ধরেন সিয়াম ও শাকিল। আর শুকুর আলী তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর জখম শাহাদাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।