এবারের বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি
এবারের বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি

ছায়ানটের বর্ষার গানের আসর আগামী শুক্রবার

দেশের ঋতুতে এখন চলছে বর্ষাকাল। আকাশে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে আষাঢ়ের সজল মেঘের ঘনঘটা। বৃষ্টিও হচ্ছে কোনো কোনো দিন। এমন দিনে গানের আসর বড়ই উপভোগ্য। তাই দেশের ঐতিহ্যবাহী সংগীত সংগঠন ছায়ানট বরাবরের মতো এবারও আয়োজন করেছে বর্ষার রাগাশ্রয়ী গানের অনুষ্ঠান।

এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার (২৮ জুন), ১৪ আষাঢ় সন্ধ্যা সাড়ে ছয়টায়। রাজধানী ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনেই বসবে আসরটি। আয়োজনটি উৎসর্গ করা হয়েছে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি। আগ্রহী সবার জন্যই অনুষ্ঠানের দুয়ার খোলা।

যাঁরা সরাসরি উপস্থিত হয়ে শিল্পীদের সামনে বসে গান উপভোগ করতে পারবেন না, তাঁদের জন্য রয়েছে অনলাইনে শোনার সুযোগ। ছায়ানটের ফেসবুক পেজে (facebook.com/chhayanaut1961) অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে।