ফেনীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফেনী সরকারি কলেজ মাঠে প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল। গতকাল সোমবার রাতে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ছাত্রশিবির ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি মু. ইউনুস বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া ফেনী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ ও ইশতিয়াক আহমেদ শ্রাবণের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে কলেজের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্যান্ডেলটি তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, প্যান্ডেল গুঁড়িয়ে দেওয়ায় ফুটবল টুর্নামেন্টটি শুরু করা যায়নি। পূর্বনির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়।
কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ হাসান বলেন, ‘সোমবার রাত সাড়ে ১১টার দিকে আমরা অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করে বাসায় ফিরি। সকালে এসে দেখি, প্যান্ডেলটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্যান্ডেল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংগঠনের পরামর্শের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ফেনী সরকারি কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আলম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজের মাঠে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য শিবির নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ মারমা বলেন, বিষয়টি তিনি লোকমুখে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামী ছাত্রশিবির ফেনী সরকারি কলেজ শাখার আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে কলেজটির বিভিন্ন বিভাগের ২৪টি দল নিবন্ধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকারের উপস্থিত থাকার কথা ছিল।