প্রথম আলোর অর্জন

অনলাইন টিভি মেলার ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস’ প্রাপ্তি উদ্‌যাপন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে ‘অনলাইন টিভি মেলায়’ অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস-২০২৪’ প্রাপ্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে। ঢাকা, ৬ মে
ছবি: আশরাফুল আলম

ডিজিটাল মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রতিনিয়ত উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসছে প্রথম আলো। গত কয়েক বছরে এমন বেশ কয়েকটি আইডিয়া পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার। এমনই এক আয়োজন ছিল ‘অনলাইন টিভি মেলা’। এই আয়োজন পেয়েছে সংবাদমাধ্যমের জন্য বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃতি ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস-২০২৪’।

এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসর থেকে পুরস্কারপ্রাপ্তি উদ্‌যাপন করতে প্রথম আলোর পক্ষ থেকে আয়োজন করা হয় আনন্দ অনুষ্ঠানের। আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘অনলাইন টিভি মেলায়’ অংশগ্রহণকারী এবং ইলেকট্রনিক পণ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।  

পুরস্কারপ্রাপ্তির আনন্দ আয়োজনে এসে অনলাইন টিভি মেলায় অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্ভাবনী আয়োজনের অংশ হতে পেরে তাঁরা গর্বিত। ডিজিটাল মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে প্রথম আলো ভবিষ্যতে আরও উদ্ভাবনী আইডিয়া নিয়ে হাজির হবে বলে তাঁরা প্রত্যাশা করেন। যেকোনো নতুন উদ্যোগে তাঁরা বরাবরের মতো প্রথম আলোর পাশে থাকবেন বলে জানান।

অনুষ্ঠানের শুরুতে ‘অনলাইন টিভি মেলা-২০২৩’ নিয়ে বানানো একটি তথ্যচিত্র দেখানো হয়। প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেন।

গত বছরের অনলাইন টিভি মেলায় ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেগুলো হলো ভিশন ইলেকট্রনিকস, স্যামসাং বাংলাদেশ, ইলেকট্রো মার্ট লিমিটেড (কনকা), ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, র‍্যাংগ্স ইলেকট্রনিকস, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড (সনি-স্মার্ট), ইলেকট্রা ইন্টারন্যাশনাল, আমায়া ইন্ডাস্ট্রিজ (শাওমি), যমুনা ইলেকট্রনিকস, ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড এবং ট্রান্সকম ডিজিটাল। আজকের অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

প্রথম আলো সম্পাদক বলেন, প্রথম আলো পত্রিকা, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন নানা আয়োজন করছে। ডিজিটাল মাধ্যমে উদ্ভাবনী কাজ দেখানোর সুযোগ বেশি। কয়েক বছর ধরেই প্রথম আলোর ডিজিটাল উদ্ভাবন আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার পাচ্ছে। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, প্রথম আলোর কাজের স্বীকৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

জাবেদ সুলতান বলেন, গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ তিনটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে প্রথম আলোর অনলাইন টিভি মেলার আয়োজন তৃতীয় স্থান অর্জন করেছে। প্রথম আলো ডটকমের আয়োজনে গত সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ‘অনলাইন টিভি মেলা ২০২৩’।

অনলাইন টিভি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে জাবেদ সুলতান বলেন, প্রথম আলোর কাছে এই প্রতিষ্ঠানগুলো শুধু বিজ্ঞাপনদাতা নয়, ব্যবসায়িক অংশীদার। ভবিষ্যতে প্রথম আলো আরও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করবে, যাতে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হয়।

গত ২৫ এপ্রিল সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) লন্ডনে এক আয়োজনে ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৪’ ঘোষণা দেয় ও পুরস্কার হস্তান্তর করে। প্রথম আলো ‘বেস্ট ইউজ অব সোশ্যাল মিডিয়া’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান, ‘বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস’ ক্যাটাগরিতে তৃতীয় স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।

১২ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যা বললেন

প্রথম আলোর আয়োজনে এসি, রেফ্রিজারেটর ও টিভি মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। ইলেকট্রোমার্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নুরুল আফছার বলেন, টিভি মেলার এই আয়োজন আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় অভিনন্দন। প্রথম আলোর পাশাপাশি এই আয়োজনের অংশ হতে পেরে আমরাও গর্বিত ও আনন্দিত। প্রথম আলোর আরও নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে যুক্ত থাকতে চাই।  

ইনমা পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহরিয়ার বিন লুৎফর বলেন, টিভি, ফ্রিজ ও এসি মেলার মতো আয়োজন করে হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানের পাশে থাকায় প্রথম আলোকে ধন্যবাদ।

হায়ার বাংলাদেশের হেড অব সেলস আশরাফুল আলম বলেন, হোম অ্যাপ্লায়েন্সের প্রসারে প্রথম আলো বড় অবদান রাখছে। তিনি টিভি, রেফ্রিজারেটর ও এসির মতো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স নিয়ে মেলা আয়োজনের প্রস্তাব দেন।

প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া নাহিদ জাহান বলেন, ‘প্রথম আলো দেশের গণ্ডি পেরিয়ে নিজেদের উদ্ভাবনী ছাপ রেখেছে বৈশ্বিক পরিমণ্ডলে পুরস্কার পেয়ে। গ্রাহকদের কাছে যাওয়ার ক্ষেত্রে  প্রথম আলো আমাদের বিভিন্ন সুযোগ দিচ্ছে।’  
বাটারফ্লাই গ্রুপের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং এ এস এম মুনতাসির চৌধুরী বলেন, করোনার পর থেকে ডিজিটাল মাধ্যম বেশি গুরুত্ব পাচ্ছে। যারা এমন ডিজিটাল মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে, তাদের ধন্যবাদ।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান বলেন, ‘অন্যান্য মিডিয়ার চেয়ে বিশ্বাসযোগ্যতায় প্রথম আলো এগিয়ে। ডিজিটাল মাধ্যমে আরও অনেক কিছু করার আছে। প্রথম আলো আরও বেশি উদ্ভাবনী আইডিয়া নিয়ে আসবে এই প্রত্যাশা করি।’  

যমুনা ইলেকট্রনিকসের বিপণন বিভাগের পরিচালক সেলিম খান বলেন, গ্রাহকদের অভ্যাস বদলাচ্ছে। ডিজিটাল মাধ্যমে নতুন উদ্ভাবনী নিয়ে এসেছে প্রথম আলো। আগামী সময়ে এমন আয়োজনে পাশে থাকতে চান তাঁরা।  

প্রথম আলোতে বিজ্ঞাপন দিয়ে সবচেয়ে ভালো সাড়া পাওয়া যায় উল্লেখ করে ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, এখন নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া ও পণ্য নিয়ে আয়োজন প্রয়োজন। শুধু টিভি ও রেফ্রিজারেটর নয়, আগস্ট থেকে ডিসেম্বর—এই সময়ে এমন মেলার আয়োজন করা যেতে পারে।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ মুবারক হোসাইন বলেন, বৈশ্বিক এমন পুরস্কারের অংশ হতে পেরে গর্বিত।
ভবিষ্যতে টিভি, এসি ও রেফ্রিজারেটর মেলার মতো আয়োজনে পাশে থাকার কথা জানান র‍্যাংগস ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং খান মোহাম্মদ সাকিব-উস-সালেহীন।

মিনিস্টার-মাই ওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, গ্রাহকদের কাছে পৌঁছাতে ডিজিটাল মাধ্যমের পাশাপাশি ছাপা পত্রিকাতেও উপস্থিতি থাকবে।

এ ছাড়াও অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ, অরিয়ন ইলেকট্রনিকস, এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ, এমকে ইলেকট্রনিকস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৯৩৭ সাল থেকে সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে ইনমা। বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে এর আগে ২০২১ সালে একটি সম্মানজনক স্বীকৃতি, ২০২২ সালে একটি প্রথম স্থান ও একটি দ্বিতীয় স্থান ও ২০২৩ সালে একটি দ্বিতীয় স্থান ও একটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে প্রথম আলো।

আসছে রেফ্রিজারেটর মেলা

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে প্রথম আলো ডটকম প্রথমবার আয়োজন করে অনলাইন রেফ্রিজারেটর মেলার। এবার তৃতীয়বারের মতো আয়োজিত হবে ‘ফিজিটাল রেফ্রিজারেটর মেলা’। অর্থাৎ এবার অনলাইনের পাশাপাশি মেলার আয়োজন থাকবে অফলাইনেও।

আগামী ১ থেকে ১০ জুন প্রথম আলো ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হবে রেফ্রিজারেটর মেলা। এর পাশাপাশি ৭ ও ৮ জুন রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী অফলাইন মেলা হবে। ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের স্টল, পণ্য প্রদর্শন, লাইভ কুইজ, র‍্যাফেল ড্র, পুরস্কার, লাইভ মিউজিক ও বিশেষ ক্রোড়পত্রসহ নানা আয়োজন থাকবে এই মেলায়।