চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল থেকে নবজাতক চুরি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। মঙ্গলবার বেলা একটার দিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে মেয়ে নবজাতকটি চুরি হয় বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ দিন বয়সী নবজাতকের মায়ের নাম আসমা। বাবার নাম মো. নোমান। তাঁদের বাড়ি লোহাগাড়া উপজেলার আদুনগর এলাকায়। নগরের একটা বেসরকারি হাসপাতালে নবজাতকটির জন্ম হয়। পরে তার শ্বাসকষ্ট থাকায় চট্টগ্রাম মেডিকেলের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।

নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন প্রথম আলোকে বলেন, ‘নবজাতকটি চুরি হয়েছে, বিষয়টা সত্য। এটি পুলিশকেও অবহিত করা হয়েছে। এখন সিসিটিভির ফুটেজ দেখছি।’

মোহাম্মদ শাহীন বলেন, নবজাতকটিকে বাইরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এখানে ভর্তি করা হয়। বাচ্চাটির কাঁথা-কম্বল সব রয়ে গেছে। কিন্তু বাচ্চাটিকে নিয়ে কেউ অন্য কোনোভাবে লুকিয়ে বাইরে চলে যায়।