প্রতিযোগিতার আগে গতকাল শনিবার থাইল্যান্ডে বাংলাদেশি পাঁচ ট্রায়াথলেট (বাঁ থেকে) শাহ আলম, আরিফুর রহমান, সামছুজ্জামান আরাফাত, রাজেশ চাকমা ও সামিউল হাসান
প্রতিযোগিতার আগে গতকাল শনিবার থাইল্যান্ডে বাংলাদেশি পাঁচ ট্রায়াথলেট (বাঁ থেকে) শাহ আলম, আরিফুর রহমান, সামছুজ্জামান আরাফাত, রাজেশ চাকমা ও সামিউল হাসান

থাইল্যান্ডের আয়রনম্যান আসরে সফল আরাফাতসহ ছয় বাংলাদেশি

ছয় বাংলাদেশির মধ্যে চাকমা সম্প্রদায়ের প্রথম আয়রনম্যান রাজেশ। আর ১৩ বার সফল আয়রনম্যান আরাফাত

থাইল্যান্ডে ‘টয়োটা আয়রনম্যান ৭০.৩ ব্যাংস্যান’ প্রতিযোগিতায় ছয় বাংলাদেশি ট্রায়াথলেট অর্ধদূরত্বের আয়রনম্যান চ্যালেঞ্জ জয় করেছেন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে এক দিনের আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন প্রতিযোগিতা আজ রোববার দেশটির ব্যাংস্যানে অনুষ্ঠিত হয়। ৫৯টি দেশের ১ হাজার ১৭৩ জন ট্রায়াথলেট এতে অংশ নেন।

গালফ অব থাইল্যান্ডে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতারের মাধ্যমে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হয় এ প্রতিযোগিতা। এরপর আয়রনম্যান খেতাব পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২২ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়েছে প্রতিযোগীদের।

আজ আয়রনম্যান ৭০.৩ ব্যাংসান সম্পন্ন করা বাংলাদেশি ট্রায়াথলেটরা হলেন মোহাম্মদ সামছুজ্জমান আরাফাত, আরিফুর রহমান, মাহির আহমেদ খান, সামিউল হাসান, শাহ আলম সিদ্দিকী ও রাজেশ চাকমা। আয়রনম্যানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ সামছুজ্জমান আরাফাত

আরাফাতের হাতে ১৩তম আয়রনম্যান পদক

বাংলাদেশি আয়রনম্যানদের মধ্যে পূর্ণ ও অর্ধদূরত্বের সর্বোচ্চ ১৩ বার আয়রনম্যান সম্পন্ন করলেন মোহাম্মদ সামছুজ্জমান আরাফাত। আজ ৪ ঘণ্টা ৫৭ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে চ্যালেঞ্জ সম্পন্ন করেন তিনি। নিজের ৩০ থেকে ৩৪ বছর বয়স গ্রুপে ১০৩ প্রতিযোগীর মধ্যে আরাফাত ১৬ তম স্থান অর্জন করেছেন। মোট ১ হাজার ১৭৩ জন প্রতিযোগীর মধ্যে আরাফাতের অবস্থান ৬৫। প্রতিযোগিতার পর থাইল্যান্ড থেকে মুঠোফোনে আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আমি আনন্দিত। আজকের ফলাফলের কারণে এবারের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছি।’

পেশাগত জীবনে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক। ১৩টি আয়রনম্যানের ধ্যে আরাফাত ৪টি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জও সফলতার সঙ্গে জয় করেছেন। আরাফাত ১০ বার বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল অতিক্রম করেছেন। এ ছাড়া গত বছর বার্লিন ম্যারাথন ও হিমালয়ান এক্স ট্রাই নামের ট্রায়াথলনও সম্পন্ন করেছেন তিনি।

আরিফুর রহমান

চতুর্থবার আয়রনম্যান আরিফুর

আরিফুর রহমান ৫ ঘণ্টা ২০ মিনিট ১৬ সেকেন্ডে সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন। ৩৫ থেকে ৩৯ বছর বয়সী গ্রুপে ১২০ প্রতিযোগীর মধ্যে তাঁর স্থান ১৮। সব প্রতিযোগীর মধ্যে আরিফুর আছেন ১৪২ তম স্থানে। এর আগে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ তিনটি পূর্ণদূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন তিনি।

আজকের আসর ছিল তাঁর প্রথম ৭০.৩ আয়রনম্যান প্রতিযোগিতা। সাঁতারে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন একবার। গত বছর ওশেনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেছেন তিনি। আরিফুর রহমান পেশাগত জীবনে ব্যাংকার। তিনি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।

মাহির আহমেদ খান (বাঁয়ে)

তৃতীয়বার আয়রনম্যান মাহির

৩৫ থেকে ৩৯ বছর গ্রুপে ৭ ঘণ্টা ৩১ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছেন মাহির আহমেদ খান। তাঁর গ্রুপে ১০৭তম স্থানে রয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী মাহির আহমেদ খান এর আগেও দুটি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন।

রাজেশ চাকমা

চাকমা সম্প্রদায়ের প্রথম আয়রনম্যান

বাংলাদেশের চাকমা সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে ‘আয়রনম্যান’ হলেন রাজেশ চাকমা। ৭ ঘণ্টা ৮ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে তিনি প্রতিযোগিতা সম্মন্ন করেন। ৪০ থেকে ৪৪ বছর বয়স গ্রুপে ২২৩ প্রতিযোগীর মধ্যে রাজেশের অবস্থান ১৩৯।

থাইল্যান্ড থেকে গতকাল শনিবার রাজেশ চাকমা প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘চাকমা সম্প্রদায়ের প্রথম ট্রায়াথলেট হিসেব আয়রনম্যানে সফল হতে পেরে আমি খুব খুশি। এর আগে কক্সবাজারে মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনে ১০০ কিলোমিটার দৌড় এবং আরও কিছু পূর্ণ ম্যারাথন সম্পন্ন করেছি।’

রাজেশ চাকমার বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। পেশাগত জীবনে তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের গুলশান–১ শাখার হেড অব কাস্টমার সার্ভিস। এই প্রতিযোগিতায় রাজেশের পৃষ্ঠপোষকতা করেছে সিঙ্গার। এটি ছিল রাজেশ চাকমার প্রথম আয়রনম্যান প্রতিযোগিতা।

সামিউল হাসান

প্রথমবারই সফল সামিউল ও শাহ আলম

প্রথমবারের মতো আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সামিউল হাসান। ৭ ঘণ্টা ২৮ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন তিনি। ৩৫ থেকে ৩৯ বছর বয়স গ্রুপে ১২০ প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ১০৫। সামিউল হাসান প্রথম আলোকে বলেন, ‘২০১৭ সাল থেকে নিয়মিত দৌড়াই। পূর্ণ ম্যারাথন করেছি দুটি। মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনে ৫০ কিলোমিটার সম্পন্ন করেছি। গত বছর থেকে শুরু করেছি সাঁতার ও সাইক্লিং।’ সামিউল হাসান রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

শাহ আলম সিদ্দিকী

প্রথমবার আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন আরেক চিকিৎসক শাহ আলম সিদ্দিকী। ৭ ঘণ্টা ৫৫ মিনিট ১৯ সেকেন্ড সময় লেগেছে তাঁর। ৪০ থেকে ৪৪ বছর বয়স গ্রুপে ২২৩ প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ১৯৭। শাহ আলম এর আগে পূর্ণদূরত্বের বেশ কটি ম্যারাথন, মেরিন আলট্রা ম্যারাথনে অংশ নিয়েছেন। সাইক্লিং ও সাঁতারের চর্চাও করেন নিয়মিত। পাশাপাশি সামিউল একজন পর্বতারোহী। পেশাগত জীবনে বর্তমানে তিনি মানিকগঞ্জের দৌলতপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

শীর্ষে এস্তোনিয়া

আয়রনম্যান ৭০.৩ ব্যাংস্যানে সব প্রতিযোগীর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছেন এস্তোনিয়ার ট্রায়াথলেট টিমো জেরেট। তিনি ৩ ঘণ্টা ৫৬ মিনিট ১৯ সেকেন্ডে সাঁতার, সাইক্লিং ও দৌড় সম্পন্ন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে তাইওয়ানের সি এইচ চ্যাং (৪ ঘণ্টা ৭ মিনিট ৩২ সেকেন্ড) ও জার্মানির পি ভলকোউইজ (৪ ঘণ্টা ১০ মিনিট ২০ সেকেন্ড।

বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ পূর্ণদূরত্বের এবং অর্ধদূরত্বের (৭০.৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে।