স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ডিএসকের ৩৫ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ২৯ এপ্রিল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ডিএসকের ৩৫ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ২৯ এপ্রিল

ডিএসকের ৩৫ বছর

সরকারি–বেসরকারি সম্মিলিত উদ্যোগে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকার ও বেসরকারি সংগঠনের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বাংলাদেশ শিশু একাডেমিতে সোমবার সকালে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) ৩৫ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি গৌরবান্বিত মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা; যেখানে অসমতা থাকবে না, কুসংস্কার থাকবে না, সমাজের কোনো জনগোষ্ঠী ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গভেদে বৈষম্যের শিকার হবে না, থাকবে না ক্ষুধা।

ডিএসকের সভাপতি নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফ চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক হাসিন জাহান প্রমুখ।

অনুষ্ঠানে ডিএসকের দীর্ঘদিনের সহযোগী জাতীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা ব্র্যাক, ওয়াটারএইড, ওয়াটার ফার্স্ট ইন্টারন্যাশনাল, ইউনিসেফ, পিকেএসএফ ও ঢাকা ওয়াসাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ডিএসকের বিভিন্ন স্তরে কর্মরত পাঁচজন কর্মীকে তারকা কর্মী হিসেবে সম্মাননা দেওয়া হয়।

দ্বিতীয় অধিবেশনে পাটবিজ্ঞানী এ বি এম আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আরমা দত্ত, বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন, সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, নারীনেত্রী মাহফুজা খানম, ডিএসকের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন নাহার প্রমুখ।