ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ শিক্ষকের বিবৃতি

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি, হত্যায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ জন শিক্ষক। তাঁরা শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) থেকে ই–মেইলে ওই বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই ভয়াবহ অবিচার উপেক্ষা করা যায় না। নির্যাতন ও প্রাণহানির জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ৬২৬ জন শিক্ষক ব্যক্তিগতভাবে ওই বিবৃতি দিয়েছি। দেশের চলমান সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন, হত্যা ও গুমের যে ঘটনা ঘটছে, আমরা তার ন্যায়বিচার চাই। আমরা আমাদের শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।’

বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এই অধিকার রক্ষা হয়নি। অনেক ছাত্র এখনো হয়রানির সম্মুখীন হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত।’

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার ফলে ছাত্রদের শিক্ষাজীবনে যেভাবে বিঘ্ন ঘটছে, তা নিয়ে শিক্ষকেরা উদ্বিগ্ন। শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতির ওপর সাম্প্রতিক ঘটনাবলির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে শিক্ষকেরা আতঙ্কিত।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের ছাত্রসমাজ, তাদের পরিবার এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সংহতি জানাই। বর্তমান সংকট অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে এবং স্থিতিশীলতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।’