ডিজিএফআইয়ের নতুন প্রধান মেজর জেনারেল হামিদুল হক

মেজর জেনারেল হামিদুল হক
মেজর জেনারেল হামিদুল হক

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদুল হককে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আহমেদ তাবরেজ শামস চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি হচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান আজ বুধবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইএসপিআরের তথ্যমতে, নতুন ডিজিএফআইয়ের প্রধান হামিদুল হক সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল ছিলেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফেন্ট্রি কোরে তিনি কমিশন পান। মেজর জেনারেল হামিদুল হক সর্বশেষ সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।