প্রায় দুই দশক আগে নেত্রকোনায় উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ইউনুছ আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই দণ্ডিতের করা আপিল আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।
২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে চালানো বোমা হামলায় আটজন নিহত ও ৪০ জন আহত হন। এ ঘটনায় করা হত্যা মামলার রায়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন ওরফে সোহেল ওরফে সালেহীন ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কর্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানাকে খালাস দেন আদালত।
বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে কারাবন্দি আসামি জেল আপিল ও আপিল করেন। শুনানি নিয়ে ২০১৪ সালে হাইকোর্ট রায় দেন। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসাদুজ্জামান পনিরের আপিল ২০১৬ সালের ২৩ মার্চ খারিজ হয়। পরে ২০২১ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইউনুছ আলীর করা আপিলের শুনানি নিয়ে তা খারিজ করে আজ বুধবার আদেশ দেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. জাহাঙ্গীর আলম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় আসাদুজ্জামান পনিরের এবং অন্য মামলায় সালাউদ্দিন ওরফে সালেহীনের ফাঁসি কার্যকর হয়েছে। আপিল বিভাগ জেএমবি সদস্য ইউনুছ আলীর আপিল খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। ইউনুছ কনডেম সেলে আছেন।