'সাংবাদিক সিদ্দিক আহমেদ ছিলেন আদর্শ মানুষ'

সিদ্দিক আহমেদ শুধু সাংবাদিক কিংবা লেখক ছিলেন না। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। আমৃত্যু সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।  গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে তাঁর শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় সাংবাদিক নেতারা বলেন, সিদ্দিক আহমেদ শুধু একজন মেধাবী সাংবাদিক ছিলেন না, তিনি সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন শাখায় পাণ্ডিত্য দেখিয়েছেন। কিন্তু চট্টগ্রামে থাকার কারণে তাঁর মূল্যায়ন হয়নি। তাঁরা বলেন, বই ও জ্ঞানের মধ্যে আনন্দ খুঁজে পেতেন সিদ্দিক আহমেদ এবং তা অন্যদের মধ্যে বিলিয়ে দিতেন। অন্যায়ের কাছে কখনো মাথা নোয়াননি তিনি। সিদ্দিক আহমেদের নামে তাঁর জন্মস্থান চট্টগ্রামের রাউজানে কোনো সড়ক বা প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে প্রয়াত সিদ্দিক আহমেদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১২ এপ্রিল সাংবাদিক সিদ্দিক আহমেদ মারা যান।

প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার। ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আতাউল হাকিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের সদস্য আসিফ সিরাজ, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিদ্দিক আহমেদের পুত্র তানিম আহমেদ সিদ্দিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, কবি ও সাংবাদিক ওমর কায়সার প্রমুখ।