রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ীসহ সবারই কমবেশি অবহেলা আছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আবদুল বাতেন।
ব্রিফিংয়ে বলা হয়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত গাফিলতি কোথায়, আগুন লাগলে বের হওয়ার নির্গমন পথ ওই ভবনে ছিল কি না, আগুন লাগার পর ব্যবস্থা নেওয়ার জন্য যেসব যন্ত্র দরকার সেগুলো ওই ভবনে ছিল কি না, আগুন লাগলে কর্মীরা কী করবেন সে প্রশিক্ষণ ছিল কি না, বিল্ডিং কোড মানা হয়েছে কি না—সব খতিয়ে দেখা হবে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ীসহ এখানে কমবেশি সবারই অবহেলা ছিল।
এই ব্রিফিংয়ে জানানো হয়, এই ঘটনায় পুলিশ ৪৩৬, ৪২৭ ও ১০৯ ধারায় মামলা করেছে। এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক ৪৫ শতাংশ ভবনের মালিক এবং তাজভিরুল ইসলামের দখলে ওই ভবনের ১৮ থেকে ২৩ তলা। তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুল বাতেন বলেন, ‘আমরা এই মামলায় রাজউক, জমির মালিক, আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান রূপায়ণ—এদের কার কী দায়িত্ব ছিল, কার কী অবহেলা ছিল, তা খতিয়ে দেখব। এটা সত্য যে যার যার নির্দিষ্ট ভূমিকা পালন না করায় এ ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে রাজউক ও আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব বেশি। ফায়ার সার্ভিসেরও ভূমিকা রয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ভবন তৈরি হলে ফায়ার সার্ভিস, রাজউক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট পাওয়ার পর তা ব্যবহারের উপযোগী হয়। আমরা দেখব, এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ছিল কি না। বিল্ডিং কোড অনুযায়ী, ভবনে যে ধরনের ব্যবস্থা থাকার কথা, তা ছিল কি না, তা দেখা হবে।’
বিএনপি নেতা তাজভিরুল ইসলামকে কেন গ্রেপ্তার করা হয়েছে—এই প্রশ্নের জবাবে জানানো হয়, ‘রূপায়ণ তাজভিরুল ইসলামকে ফ্লোরগুলো নিবন্ধন করে দেয়নি। তিনি দখলস্বত্বে আছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রূপায়ণের মালিক লিয়াকত আলী মুকুলকে আসামি করা হয়েছে, তবে তিনি পালাতক।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কেন আসামি করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, ‘রাজউক সরকারি সংস্থা। তারা কীভাবে কাকে লাইসেন্স দেবে, সেটা তাদের দায়দায়িত্ব। সবাইকে ধরা পুলিশের পক্ষে সম্ভব নয়, এটা পুলিশের কাজও নয়।’ তদন্তে রাজউকের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে উত্তর আসে, ‘অবশ্যই ফৌজদারি অপরাধে মামলা হবে।’
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। এখন পর্যন্ত বনানীর আগুনের ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন। আরও বহু লোক গুরুতর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।