সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল বলেছেন, ‘নায়েব অফিসে (ভূমি অফিস) কোনো দালাল থাকবে না। আমি সতর্ক করে দিয়ে বলছি, যদি কাউকে পাওয়া যায়, তাহলে ক্রসফায়ারে দেওয়া হবে।’
গত বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। তিনি বলেন, ‘যারা খাসজমি দখল করে আছে, তাদের খুঁজে বের করতে হবে। তাদের বুকের ভেতর থেকে অপারেশন করে খাসজমি বের করে নিয়ে আসা হবে। খাসজমি দখলদারমুক্ত করে ভূমিহীনদের দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এ দেশে একজনও ভূমিহীন থাকবে না।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রশাসনের সবাই হাত তুলে শপথ নিয়েছেন, জেলা প্রশাসনের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস, ইউএনও অফিস, ডিসি অফিস, সব অফিস দুর্নীতিমুক্ত থাকবে। কোনো মানুষ দুর্নীতি ও হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার অফিসের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে কিংবা সরকারি ফির বাইরে কেউ টাকা দাবি করলে আপনারা সরাসরি আমার নম্বরে ফোন করবেন। আপনারা আমার মেসেঞ্জারে বার্তা দিয়ে রাখবেন, কোথায় কী হচ্ছে না–হচ্ছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
দালালদের ‘ক্রসফায়ারে’ দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, ‘ক্রসফায়ারের বিষয়টি দালালদের ভয় দেখাতে বলতে হয়েছে। আসলে বলতে চেয়েছি, “নায়েব অফিসে যদি কোনো দালাল থাকে, তাদের নির্মূল করা হবে”।’