‘তিন ভাইয়ের দেশ ছাড়ার পাঁয়তারা’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, সরকারের শেকড়ে থেকে শামীম ও নাসিম ওসমানের মতো সন্ত্রাসীরা দেশটাকে কুরে কুরে খাচ্ছেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যার মধ্য দিয়ে মাত্র একটি পরিবার নারায়ণগঞ্জকে বারবার অশান্ত করে তুলছে।‘শুনেছি, তাঁরা তিন ভাই (নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান) এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন। তাঁরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন—সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সোমবার বিকেলে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রফিউর রাব্বি। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের এক মাস পার হওয়ার পরও তদন্তে তেমন অগ্রগতি হয়নি—এর প্রতিবাদে সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চের উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করা হয়।নারায়ণগঞ্জে নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেন, ‘শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ থানার বিতর্কিত ওসি কামরুল আলম মোল্লাকে নারায়ণগঞ্জ থানায় আনতে চান। কামরুলের মতো বিতর্কিত ওসিকে নারায়ণগঞ্জের মানুষ মেনে নেবে না। ত্বকী হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী শুক্রবার সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’সমাবেশে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘পুলিশ গডফাদারদের সেবায় নিয়োজিত। তারা খুনি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের রক্ষায় ব্যস্ত। ত্বকীর খুনি শামীম ওসমানদের অবশ্যই একদিন আইনের আওতায় আনা হবে।’নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ড নিয়ে পুলিশ একের পর এক নাটক রচনা করছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ নারায়ণগঞ্জকে শান্তির নগর হিসেবে গড়ে তুলবে।’ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘ত্বকীর বাবা খুনি সন্দেহে শামীম ওসমানসহ যে সাতজনের নাম পুলিশকে দিয়েছেন, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য প্রশাসনের একটি মহল ত্বকী হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে চাচ্ছে।’সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের সভাপতি এম এ ওয়াহাব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল সুজন প্রমুখ।সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। গত ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।