সংক্ষেপ

'চাঁদের জন্য গান'

প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী স্মরণে ‘চাঁদের জন্য গান: স্মরণে সঞ্জীব’ শীর্ষক সংগীতানুষ্ঠান করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন ‘নগরনাট’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, আরিফা খাতুন, অচ্যুৎ চক্রবর্তী, তানভীর আহমেদ, হৃদয় হাসান, সবুজ সনাতন, সৌমিক চক্রবর্তী, আকরাম আলী প্রমুখ।