সংক্ষেপ

'খালেদা জিয়া ভুলের হ্যাটট্রিক করেছেন'

দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মদদ দিয়েছেন বলে দাবি করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, তিনি ‘ভুলের হ্যাটট্রিক’ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে মুজিবুল হক বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে না এসে প্রথম ভুল করেছেন। দ্বিতীয় ভুলটি করেছেন প্রাণনাশী হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। আর তাঁর মদদে বিদেশি নাগরিক হত্যা করে ভুলের হ্যাটট্রিক করেছেন।