'কিআনন্দে' সুরের মূর্ছনা

>গান, নাচ, আড্ডা আর মজার মজার খেলায় আজ দিনভর চলল ‘কিআনন্দ’ উৎসব। ষষ্ঠ বছরে পা রাখল কিশোর আলো। সুরের ধারার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয় ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজে। উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল, অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা, লাভেলোর প্রতিনিধি আতাউর রহমান। উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। সকালের অনুষ্ঠান শেষে বিরতির পর মূল মঞ্চে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা চলে। গান পরিবেশন করেন সংগীতশিল্পী অটামনাল মুন, ডি রকস্টারখ্যাত শুভ। মুন ও শুভ একসঙ্গে প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি দিয়ে নিজেদের পরিবেশনা শেষ করেন। এরপর মঞ্চে এসে মিনার নিজের পরিবেশনা শুরু করেন বাচ্চুর আরেক বিখ্যাত গান ‘হাসতে দেখ, গাইতে দেখ’ দিয়ে। অর্ণবের ‘মাঝে তব দেখা পাই’ গানের মধ্য দিয়ে শেষ হয় পরিবেশনা।
সংগীত আয়োজনে প্রথমে মঞ্চ মাতান মুন।
সংগীত আয়োজনে প্রথমে মঞ্চ মাতান মুন।
পরে সংগীত পরিবেশন করেন ‘ডি রকস্টার’ শুভ ।
সুরের মূর্ছনায় উচ্ছ্বসিত কিশোর-তরুণেরা।
প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে নিজেদের পরিবেশনা শেষ করেন মুন ও শুভ ।
‘সেই তুমি’ গানের সঙ্গে তাল মিলিয়ে এক কিশোর দর্শক।
এরপর গান নিয়ে আসেন জনপ্রিয় শিল্পী মিনার। মঞ্চে এসে মিনার পরিবেশনা শুরু করেন বাচ্চুর আরেক বিখ্যাত গান ‘হাসতে দেখ, গাইতে দেখ’ দিয়ে।
প্রিয় শিল্পীর গানের সঙ্গে উল্লাস।
জনপ্রিয় ‘ঝুম’ গান ছিল মিনারের শেষ পরিবেশনা।
সবার শেষে মঞ্চে আসেন অর্ণব।
অর্ণবের সঙ্গে তাল মিলিয়ে গাইছেন সবাই।