পররাষ্ট্রমন্ত্রী

৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে

এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ১২ লাখ রোহিঙ্গার মধ্যে ৮ লাখ মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে।

আজ শনিবার নিজ শহর সিলেটের মিরাবাজারে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেন, মিয়ানমার এখনো রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারেনি। আব্দুল মোমেন বলেন, ‘এরপরও নিরাপদে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এর আগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘অচিরেই সিলেটকে ডিজিটাল নগর হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এটি হয়ে গেলে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবাসহ বিভিন্ন তথ্য পাওয়া সহজলভ্য হবে।’

মডেল হাইস্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন আহমদ আল কবীর বক্তব্য দেন। এ অনুষ্ঠানের আগে শাহজালাল স্কুলে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।