সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গতকাল রোববারও দাখিল করেনি র্যাব।
ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১২ মে প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলাটি তদন্ত করছে র্যাব। তদন্তের বিষয়ে কোনো অগ্রগতি প্রতিবেদনও দাখিল করেনি সংস্থাটি।
এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬৪ দফায় সময় দিলেন আদালত। এর মধ্যে র্যাব তদন্তের দায়িত্ব নেওয়ার পর গতকাল পর্যন্ত ৬২ দফায় সময় নিয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।
এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।