সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে গত ৪৬ কার্যদিবসে ১ লাখ ৩৭ হাজার ৩৩০টি মামলায় ৬৯ হাজার ৬৫৫ জন জামিন পেয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৬০ শিশু রয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে ১৭ জুন ৪৬তম দিনে ২ হাজার ৬৯৪টি ফৌজদারি মামলায় ভার্চ্যুয়াল শুনানিতে জামিন আবেদনের নিষ্পত্তি হয়, যেখানে ১ হাজার ৩৭২ জন আসামি জামিন পেয়েছেন। করোনা পরিস্থিতিতে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সারা দেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে ১২ এপ্রিল থেকে ১৭ জুন পর্যন্ত ৪৬ কার্যদিবসে ৬৯ হাজারের বেশি আসামি জামিন পেয়েছেন।