লাবিদ আল লিখনের বয়স ১১ বছর। জন্ম থেকেই অস্টিওজেনেসিস ইমপারফেক্টা রোগে আক্রান্ত সে। ফলে শরীরের হাড়গুলো শক্ত হচ্ছে না। বসা অবস্থায় হেলে পড়লেও হাড় ভেঙে যায়। এখন পর্যন্ত লিখনের হাত ও পায়ের হাড় ভেঙেছে ৩৪ বার।
দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে লিখনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছে সে। লিখনের হাত ও পায়ে অস্ত্রোপচার করে ছয়টি টেলিস্কোপিক নেইল বসানো হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেই চলেছে।
বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিচ্ছে লিখন। চিকিৎসকেরা বলছেন, তার হাত ও পায়ের টেলিস্কোপিক নেইলগুলো প্রতিস্থাপন করতে হবে। এ ছাড়া শরীরের কয়েকটি অংশে অস্ত্রোপচার করা প্রয়োজন।
লিখনের স্বজনেরা জানিয়েছেন, ছেলেটার চিকিৎসায় প্রয়োজন অন্তত তিন লাখ টাকা। কিন্তু তাঁরা এ অর্থ জোগাড় করতে পারছেন না। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করছেন তাঁরা।
সহায়তা পাঠানোর ঠিকানা: আবদুল ওয়াহাব, অ্যাকাউন্ট নম্বর: ০০১.২১০.০০০.০৩১৫, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মৌচাক শাখা, ঢাকা। বিকাশ: ০১৯১৭৫৮৯৮৬৮। নগদ: ০১৯৩৭৮১০৮৮১। বিজ্ঞপ্তি