৩১৩ মামলার আসামি ছাত্রদল নেতা ইসহাকের মুক্তি

ইসহাক আলী সরকার
ফাইল ছবি

প্রায় তিন বছর দুই মাস পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। সোমবার রাত সাড়ে আটটার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। ছাত্রদলের নেতা-কর্মীরা কারাগারের সামনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

মুক্তির পর ছাত্রদলের নেতা–কর্মীরা ফুল দিয়ে বরণ করেন ইসহাক সরকারকে

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে যত মামলা, তার মধ্যে সর্বাধিক মামলা ইসহাক আলী সরকারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা ৩১৩। দীর্ঘ তিন বছর দুই মাস দুই দিন কারাভোগের পর গত ১৯ জুলাই উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। সোমবার তিনি মুক্তি পান।

২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।