কক্সবাজারে মানববন্ধন

১৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
ওয়েজ বোর্ড ঘোষণা করার দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা সড়কে বিএফইউজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সেখানে এ দাবি তোলেন মনজুরুল আহসান বুলবুল। মানববন্ধনে বিএফইউজের আওতাভুক্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বগুড়াসহ ১১টি ইউনিটের (সাংবাদিক ইউনিয়ন) নেতারা উপস্থিত ছিলেন।
মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন। এতে রাষ্ট্রপতিরও সম্মতি আছে। কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে টালবাহানা করছেন বলে তিনি অভিযোগ করেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ, ময়মনসিংহ ইউনিয়নের সভাপতি আতাউল করিম প্রমুখ।